Bengali | Press Trust of India | Thursday June 13, 2019
শুক্রবার সন্দেশখালি (Sandeshkhali) যাচ্ছে জাতীয় তপিশিলি জাতি কমিশন (National Commission for Scheduled Castes)। সন্দেশখালিতে হিংসার ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন জাতীয় তপশিলি জাতি কমিশনের (NCSC) প্রতিনিধি দলের সদস্যরা। এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে। কমিশনের চেয়ারম্যান রামশঙ্কর কাঠেরিয়া সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে(Sandeshkhali) যাবে কমিশনের (NCSC) পাঁচ সদস্যের প্রতিনিধি দল, সেই দলে থাকবেন কাঠেরিয়াও। হত্যার ঘটনার রিপোর্ট সহ রাজ্যের মুখ্যসচিব মলয়কুমার দে, পুলিশের ডিজি বীরেন্দ্র, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালিতে(Sandeshkhali) উপস্থিত থাকতে বলা হয়েছে।
www.ndtv.com/bengali