Bengali | Edited by Indrani Halder | Thursday July 9, 2020
আজ (বৃহস্পতিবার) থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০ (India Global Week 2020) । বেলা দেড়টার সময় এই উপলক্ষে উদ্বোধনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মোট ৩০ টি দেশের ৫,০০০ জন প্রতিনিধি যোগ দেবেন এই সম্মেলনে। করোনা আবহে পুরোপুরি ভার্চুয়াল মাধ্যমেই হবে সম্মেলনটি। সারা বিশ্বই এখন প্রায় থমকে গেছে মারণ ভাইরাস কোভিড- ১৯ এর হামলায়। এই সময় ঘুরে দাঁড়াতেই ৩ দিনের এই ভার্চুয়াল ইভেন্টের থিম রাখা হয়েছে, "বি রিভাইভাল: ইন্ডিয়া অ্যান্ড বেটার নিউ ওয়ার্ল্ড"।
www.ndtv.com/bengali