Bengali | Edited by Indrani Halder | Thursday August 13, 2020
এই অগাস্টে রাজ্যে লকডাউনের (Lockdown) দিন বারবার পরিবর্তন করতে দেখে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র কটাক্ষ করলো বিরোধী দলগুলো। এর আগে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান যে, রাজ্যে (West Bengal) করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত রোধে সপ্তাহে দু'দিন করে লকডাউন করা হবে। সেই মতো প্রথমে দিন ধার্য্য করা হলেও, পরবর্তীতে বেশ কয়েকবার পরিবর্তন করা হয় সেই তারিখের। সরকারের আগের সূচি অনুযায়ী আগামীতে লকডাউন হওয়ার কথা ছিলো ২০, ২১, ২৭, ২৮ এবং ৩১ অগাস্ট।কিন্তু বুধবারই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নয়া নির্দেশিকায় জানানো হয়, আগামী ২৮ অগাস্ট রাজ্যে লকডাউন হচ্ছে না।
www.ndtv.com/bengali