Bengali | Edited by Indrani Halder | Monday May 18, 2020
করোনা ভাইরাসের বিরুদ্ধে যুঝতে যখন গোটা দেশ ব্যস্ত ঠিক সেই সময়েই প্রকৃতির ভয়ঙ্কর চোখ রাঙানি, আসছে ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়া দফতরের (India Metrological Department) মতে এই ঘূর্ণিঝড়টি (Cyclone Amphan) নিজের শক্তি ভয়ঙ্করভাবে বাড়িয়েছে। আগামী মঙ্গল-বুধবারের মধ্যেই পশ্চিমবঙ্গ (West Bengal) ও ওড়িশায় রাতারাতি "মারাত্মক শক্তিশালী" হয়ে পড়া ঘূর্ণিঝড়টি (Extremely Severe Cyclone Amphan) আছড়ে পড়তে পারে। ওই দুই রাজ্যেই তাই সতর্কতা জারি করা হয়েছে। যে গতিতে আমফান এগোচ্ছে তাতে মনে হচ্ছে বুধবারই এটি বাংলায় আছড়ে পড়বে।
www.ndtv.com/bengali