Bengali | Edited by Biren Bhattacharya | Thursday March 12, 2020
দেশজুড়ে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায়, সমস্ত পর্যটন ভিসা বাতিল করল ভারত, এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বলে মন্তব্য করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। সব মিলিয়ে ভারতে আক্রান্ত ৬৭ জন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন ইতালি থেকে আসা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, সমস্ত বর্তমান ভিসা একমাত্র কূটনৈতিক, সরকারি, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সংগঠন, চাকরি এবং প্রোজেক্ট ভিসা ছাড়া বাকি সমস্ত ভিসা বাতিল থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর বলা হয়েছে, “বিমানবন্দর থেকে ছাড়ায়, ২০২০ এর ১৩ মার্চ, ১২০০জিএমটি থেকে কার্যকর হবে এই নির্দেশিকা”। যে সমস্ত দেশে করোনা ছড়িয়ে পড়েছে, এর আগে সেখানকার নাগরিকদেরও ভিসা বাতিল করা হয়।
www.ndtv.com/bengali