Bengali | Edited by Indrani Halder | Monday January 20, 2020
বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে যত সম্পত্তি আছে তাদের মিলিত পরিমাণের থেকে অনেক বেশি সম্পত্তির মালিক বিলিওনিয়াররা। পরিসংখ্যান অনুযায়ী শুধু ভারতেই ৯৫৩ মিলিয়ন মানুষের কাছে থাকা মোট সম্পদের চারগুণ বেশি সম্পদ রয়েছে দেশের এক শতাংশ ধনী সম্প্রদায়ের (Indian Billionaires) হাতে। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ হতে চলেছে সংসদে। তার আগে অক্সফামের (Oxfam) এই আশ্চর্য পরিসংখ্যান সামনে এলো যাতে দাবি করা হচ্ছে ২০১৮-১৯ সালের বাজেটে বরাদ্দ মোট অর্থের চেয়েও বেশি টাকা রয়েছে দেশের বিলিওনিয়ারদের হাতে।
www.ndtv.com/bengali