Bengali | Edited by Indrani Halder | Monday March 30, 2020
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দফতর (USCIS) জানিয়েছে যে বিভিন্ন কর্পোরেশন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে নাগাড়ে অনুরোধ পেয়ে অর্থবছর ২০২১ সালের জন্যে প্রায় ৬৫ হাজার 'এইচ- ওয়ানবি ওয়ার্ক ভিসা' (H-1B Visas) অনুমোদন করতে চলেছে তারা। মার্কিন অভিবাসন দফতরের ফেডারেল এজেন্সি ইউএসসিআইএস, যারা এইচ- ওয়ানবি ভিসার (US Visas) আবেদনপত্রগুলো পরীক্ষা করে দেখে, তারা জানিয়েছে যে, "যথাযথভাবে রেজিস্ট্রেশন করা আবেদনগুলোর মধ্যে থেকে এই ৬৫ হাজার ভিসার আবেদন চূড়ান্ত বলে নির্বাচিত হয়েছে"। ওই ফেডারাল এজেন্সি (US Citizenship and Immigration Services) জানিয়েছে, "ইউএসসিআইএস প্রাথমিক ভাবে ২০২১ অর্থবছরের জন্যে ওই ভিসা বরাদ্দ করার লক্ষ্যে অনুমতি দিয়েছে এবং সেগুলো পর্যাপ্ত বৈদ্যুতিন রেজিস্ট্রেশনও পেয়েছে"।
www.ndtv.com/bengali