Bengali | Agencies | Sunday July 22, 2018
গত সোমবার রাত দশটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগণা থেকে প্রায় 6-7 টি ট্রলারে করে সমুদ্রে যান মৎস্যজীবীরা। কিন্ত তাঁর মধ্যে জয়কৃষ্ণ, মালেশ্বরের মতো কয়েকটি ট্রলার নিখোঁজ হয়ে যায়। বিপদের মধ্যে পড়েন 47 জন মৎসজীবী। তাঁদের মধ্যে 28 জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়। অন্যদিকে, মৎস্যজীবীদের সংগঠন প্রথম থেকেই দুর্ঘটনার দায় কার্যত আবহাওয়া দফতরের উপর চাপিয়েছে। তাদের দাবি সমুদ্রে গেলে যে সমস্যার মুখে পড়তে হবে হবে এমন কোনও সতর্কবার্তা আবহাওয়া দফতরের তরফে সেদিন জানানো হয়নি। আর তাই সমুদ্রে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। কিন্ত হাওয়া অফিসের দাবি, দফতরের ওয়েবসাইটে স্পষ্ট করে বলা ছিল সমুদ্রে যাওয়া উচিত হবে না।
www.ndtv.com/bengali