Bengali | Edited by Madhurima Dutta | Friday January 10, 2020
স্থানীয় একটি আবর্জনার ভ্যাট থেকেই সাপটি ওই আস্ত বোতল গিলে ফেলেছিল। সাপটিকে এভাবে ছটফট করতে দেখে স্থানীয় মানুষরাই ওই অঞ্চলের সাপ ধরতে জানা মানুষদের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন গৌতম ভগত। তিনি কেউটে সাপটিকে সাহায্য করেন এবং সাপটিও বমি করে প্লাস্টিকের বোতলটি উগরে দেয়।।
www.ndtv.com/bengali