Indian Embassy In Japan

'Indian Embassy In Japan' - 1 News Result(s)

  • Coronavirus: আক্রান্তদের সঙ্গে জাহাজে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের চেষ্টা
    Bengali | Edited by Indrani Halder | Saturday February 15, 2020
    করোনা ভাইরাস ক্রমশই থাবা বসাচ্ছে গোটা বিশ্বে। কিছুদিন আগে হংকং থেকে ৩,৭১১ জন যাত্রী নিয়ে রওনা দেয় ‘ডায়মন্ড প্রিন্সেস' নামের একটি জাহাজ। পরে জানা যায়, সেই জাহাজের বেশ কয়েকজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত। ধীরে ধীরে জাহাজের অন্য যাত্রীদের মধ্যেও ছড়াতে শুরু করে ওই মারণ ভাইরাস (Coronavirus)। ফলে জাপানের উপকূলেই আটকে দেওয়া হয় জাহাজটিকে। ফলে করোনা ভাইরাস আক্রান্তদের সঙ্গে ওই জাহাজে আটকে পড়েছেন সুস্থ মানুষজনও, কিন্তু এই মুহূর্তে তাঁরা মৃত্যুর কড়ানাড়া শুনতে পাচ্ছেন। কেননা যে কোনও দিন সংক্রামিত ব্যক্তিদের থেকে তাঁদের শরীরেও বাসা বাঁধতে পারে করোনা ভাইরাসের মৃত্যুদূত। সবচেয়ে আশঙ্কার কথা হল,‘ডায়মন্ড প্রিন্সেস' নামের জাহাজটিতে আটক অন্য যাত্রীদের মধ্যে রয়েছেন ১৩৮ জন ভারতীয়ও। তাঁদের একটাই আর্তি, যে কোনওভাবে তাঁদের ওই জাহাজ থেকে উদ্ধার করুক ভারত সরকার। শেষ পাওয়া খবর অনুযায়ী, জাহাজের যাত্রীদের মধ্যে ৩ ভারতীয় সহ এখনও পর্যন্ত মোট ২১৮ জন মানুষ এই মারাত্মক সংক্রমণে (COVID-19) আক্রান্ত হয়েছেন। এদিকে জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassay in Japan) জানিয়েছে, তারা যে কোনও উপায়ে সুস্থ ভারতীয়দের ‘ডায়মন্ড প্রিন্সেস' (Coronavirus Cruise Ship) থেকে উদ্ধার করে আনার চেষ্টা করছে।
    www.ndtv.com/bengali

'Indian Embassy In Japan' - 1 News Result(s)

  • Coronavirus: আক্রান্তদের সঙ্গে জাহাজে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের চেষ্টা
    Bengali | Edited by Indrani Halder | Saturday February 15, 2020
    করোনা ভাইরাস ক্রমশই থাবা বসাচ্ছে গোটা বিশ্বে। কিছুদিন আগে হংকং থেকে ৩,৭১১ জন যাত্রী নিয়ে রওনা দেয় ‘ডায়মন্ড প্রিন্সেস' নামের একটি জাহাজ। পরে জানা যায়, সেই জাহাজের বেশ কয়েকজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত। ধীরে ধীরে জাহাজের অন্য যাত্রীদের মধ্যেও ছড়াতে শুরু করে ওই মারণ ভাইরাস (Coronavirus)। ফলে জাপানের উপকূলেই আটকে দেওয়া হয় জাহাজটিকে। ফলে করোনা ভাইরাস আক্রান্তদের সঙ্গে ওই জাহাজে আটকে পড়েছেন সুস্থ মানুষজনও, কিন্তু এই মুহূর্তে তাঁরা মৃত্যুর কড়ানাড়া শুনতে পাচ্ছেন। কেননা যে কোনও দিন সংক্রামিত ব্যক্তিদের থেকে তাঁদের শরীরেও বাসা বাঁধতে পারে করোনা ভাইরাসের মৃত্যুদূত। সবচেয়ে আশঙ্কার কথা হল,‘ডায়মন্ড প্রিন্সেস' নামের জাহাজটিতে আটক অন্য যাত্রীদের মধ্যে রয়েছেন ১৩৮ জন ভারতীয়ও। তাঁদের একটাই আর্তি, যে কোনওভাবে তাঁদের ওই জাহাজ থেকে উদ্ধার করুক ভারত সরকার। শেষ পাওয়া খবর অনুযায়ী, জাহাজের যাত্রীদের মধ্যে ৩ ভারতীয় সহ এখনও পর্যন্ত মোট ২১৮ জন মানুষ এই মারাত্মক সংক্রমণে (COVID-19) আক্রান্ত হয়েছেন। এদিকে জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassay in Japan) জানিয়েছে, তারা যে কোনও উপায়ে সুস্থ ভারতীয়দের ‘ডায়মন্ড প্রিন্সেস' (Coronavirus Cruise Ship) থেকে উদ্ধার করে আনার চেষ্টা করছে।
    www.ndtv.com/bengali
Your search did not match any documents
A few suggestions
  • Make sure all words are spelled correctly
  • Try different keywords
  • Try more general keywords
Check the NDTV Archives:https://archives.ndtv.com
Listen to the latest songs, only on JioSaavn.com