Bengali | Edited by Indrani Halder | Saturday May 9, 2020
রাজ্যে (West Bengal) নাগাড়ে বাড়ছে করোনা সংক্রমণ। কলকাতার (Kolkata) ঐতিহ্যমণ্ডিত ভারতীয় জাদুঘরের (Indian Museum Kolkata) নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের মধ্যে থেকে এবার করোনার (Coronavirus) শিকার হলেন এক জওয়ান। কোভিড-১৯ (COVID- 19) এ আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে জাদুঘরের দায়িত্বে থাকা অন্য জওয়ানদের মধ্যেও। করোনা সংক্রমণ যাতে ওই এলাকায় ছড়িয়ে না পড়ে তার জন্যে মৃত সিআইএসএফ জওয়ানের সহকর্মীদের কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
www.ndtv.com/bengali