Bengali | Edited by Indrani Halder | Friday March 13, 2020
কিছুদিন আগেই করোনা ভাইরাসকে (Coronavirus) মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'। ভারতেও ক্রমশই বাড়ছে এই মারণ ভাইরাসে (Coronavirus in India) আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে "COVID-19 নামক এই মহামারী রোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে" পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL in Delhi) দিল্লিতে নির্ধারিত ম্যাচগুলি সহ সমস্ত ক্রীড়াসূচি এবং ক্রীড়া প্রতিযোগিতাগুলি নিষিদ্ধ ঘোষণা করেছে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) শুক্রবার সাংবাদিকদের বলেন, "আমরা জনগণের প্রতি এই ভাইরাস রুখতে একসঙ্গে লড়াই করার জন্যে আবেদন করছি। সামাজিক সব দূরত্ব মিটিয়ে এই সময় সকলের এগিয়ে আসা উচিত। আমরা দিল্লির সব জেলা শাসক এবং উপ-জেলা শাসকদের স্বাস্থ্য বিভাগের সমস্ত আদেশ মেনে চলার নির্দেশ দিয়েছি"।
www.ndtv.com/bengali