Bengali | Edited by Indrani Halder | Saturday March 28, 2020
দেশে লাগাতার বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে টানা ২১ দিনের লকডাউন চলছে ভারত জুড়ে। ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই মারণ ভাইরাসের (Coronavirus) সংক্রমণ সংক্রান্ত আপত্তিকর পোস্ট করে গ্রেফতার হলেন কর্নাটকের এক ব্যক্তি। জানা গেছে ওই ব্যক্তি বেঙ্গালুরুর (Bengaluru) ইনফোসিস সংস্থায় কর্মরত ছিলেন। অবশ্য এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সংস্থা থেকে তাঁকে বরখাস্ত করেছে ইনফোসিস (Infosys)। কী এমন ঘটালেন ওই ব্যক্তি? কী ঘটালেন না তাই বলুন। জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর পোস্ট করেন। যাতে তিনি লেখেন, "সবাই হাতে হাত ধরে এগিয়ে এসো, বাইরে গিয়ে মুখ খুলে হাঁচো সবাই আর ভাইরাস ছড়িয়ে দাও"। আর ফেসবুকে এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই মুজিব মহম্মদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কর্নাটক পুলিশ।
www.ndtv.com/bengali