Bengali | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Monday June 17, 2019
জাতীয় নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন (Parliament's first session) শুরু হচ্ছে আজ। এই অধিবেশনেই নতুন সরকার ইউনিয়ন বাজেট (Union budget) উপস্থাপন করবে এবং বিভিন্ন মূল বিল পেশ করবে। আগামী ৫ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman) এই বাজেট উপস্থাপন করবেন। লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট (interim budget) ঘোষণা করা হয়েছিল। সংসদে অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে সকলের সমর্থন পাওয়ার জন্য সংসদ অধিবেশনের পূর্বেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রোববার একটি সর্বদলীয় বৈঠক (all-party meeting) করেন। একটি টুইটে, তিনি এই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলেও মন্তব্য করেছেন। এই অধিবেশনে উপস্থাপিত হতে চলা বিলগুলির মধ্যে অন্যতম হল হল তিন তালাক বিল (Triple Talaq)।
www.ndtv.com/bengali