Bengali | Edited by Swati Bhasin | Thursday July 18, 2019
বুধবারই কুলভূষণ যাদবকে(Kulbhushan Jadhav) নিয়ে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিক কূটনৈতিক সাহায্য নিতে পারবেন বলে জানিয়ে দিয়েছে হেগের আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা। পাশাপাশি আবশ্যিকভাবে তাঁকে দেওয়া মৃত্যুদণ্ডের সাজাও পুনর্বিবেচনা করারও নির্দেশ দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar ) রাজ্যসভায় বললেন, আন্তর্জাতিক আদালতের রায় “শুধুমাত্র ভারতের নয়, আইনের ওপর যাঁরা ভরসা করেন, তাঁদের সবার কাছেই এক নজির”।
www.ndtv.com/bengali