Bengali | Written by Indrani Halder | Saturday March 21, 2020
রাজ্যে বনাঞ্চল আরও গভীর হয়েছে, বেড়েছে গাছের সংখ্যাও, শনিবার আন্তর্জাতিক বনদিবসে (International Day Of Forests) ট্যুইট করে এই তথ্যই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি (Mamata Banerjee) জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ১২ টি উপজাতি অধ্যুষিত জেলায় ৫৫ বর্গ কিলোমিটার অঞ্চলে গাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আরও ঘন হয়েছে বনাঞ্চল। একই সঙ্গে শনিবার আন্তর্জাতিক বৃক্ষরোপণ দিবসও। সেই উপলক্ষেও (World Planting Day) টুইট করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, শিশু এবং প্রকৃতির মধ্যে মানসিক বন্ধন জাগ্রত করার প্রয়োজন আছে। সেইসঙ্গে রাজ্যের 'সবুজশ্রী' প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। ২০১৬ সালে দেশে পরিবেশের ভারসাম্য রাখতে এই প্রকল্প (Sabujshree) চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
www.ndtv.com/bengali