Bengali | Madhurima Dutta | Monday August 26, 2019
সায়েন্সডাইরেক্টে প্রকাশিত একটি গবেষণা পত্র অনুসারে প্রমাণিত হয়েছে যে মানুষ যখন কুকুরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, তখন উভয় প্রজাতিরই অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি পায়। জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোস্যাল সাইকোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় জানা গেছে যে বাড়িতে পোষা প্রাণি থাকলে তাদের মালিকরা অন্যদের থেকে বেশি স্ব-সম্মান বোধ সম্পন্ন হন এবং শারীরিকভাবে আরও ফিট হন।
www.ndtv.com/bengali