Bengali | Edited by Jimmy Jacob, Biswadip Dey | Thursday August 22, 2019
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম তাঁর বিরুদ্ধে ওঠা ২০০৭ সালে আইএনএক্স মিডিয়ার সঙ্গে আর্থিক দুর্নীতিতে জড়িয়া পড়ার অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার রাতে নাটকীয় ভাবে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁকে তোলা হলে তিনি বলেন, ‘‘অনুগ্রহ করে দেখুন প্রশ্ন ও উত্তরগুলি। এমন কোনও প্রশ্ন নেই, যার উত্তর আমি দিইনি। আমাকে ওঁরা প্রশ্ন করেন বিদেশে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, আমি বলেছি না।
ওঁরা প্রশ্ন করেন বিদেশে আমার ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, আমি বলেছি হ্যাঁ।’’
বৃহস্পতিবার সকালে চিদাম্বরমকে সিবিআই সদর দফতরে তিন ঘণ্টা জেরা করা হয়। তিনি বিচারককে বলেন, তাঁকে সিবিআইয়ের হেফাজতে রাখার কোনও কারণ নেই কেননা এই মামলায় নতুন কোনও উন্নতি হয়নি। পাশাপাশি তিনি বলেন, তিনি প্রমাণ নষ্ট করেননি অথবা তাঁর বিদেশে পালিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। আদালত অবশ্য তাঁকে ২৬ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। প্রতিদিন তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে।
www.ndtv.com/bengali