Bengali | Edited by Biren Bhattacharya | Sunday January 5, 2020
মার্কিন-ইরান বর্তমান সংঘাতের (US-Iran face-off) পরিস্থিতিকে খুবই গুরুতর বলে মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেন, মার্কিন বিমান হানায় মৃত্যু হয়েছে ইরানের সেনা বাহিনীর জেনারেল কাসেম সোলেমানির (General Qasem Soleimani) । রবিবার মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, যদি কোনও মার্কিন ব্যক্তিত্ত্ব বা কোনও সম্পত্তির ওপর আঘাত ইসলামিক প্রজাতন্ত্রের থেকে হামলা হয়, তাহলে তাদের ৫২টি সংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করা হবে, তারপরেই তৈরি হয় যুদ্ধের আবহ।
www.ndtv.com/bengali