Bengali | Edited by Indrani Halder | Monday May 11, 2020
রবিবারই ফের যাত্রীবাহী ট্রেন চলার ব্যাপারে ঘোষণা করেছে ভারতীয় রেল (IRCTC)। তারা জানিয়েছে যে, আগামীকাল (মঙ্গলবার) থেকেই চালু (IRCTC Train Tickets) হতে চলেছে নিয়ন্ত্রিত মাত্রায় যাত্রীবাহী ট্রেন পরিষেবা। আপ-ডাউন মিলিয়ে প্রাথমিকভাবে মোট ৩০ টি ট্রেন চলাচল করবে। প্রাথমিক ভাবে নয়া দিল্লি রেলস্টেশন (PNR Status) থেকে মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাই সহ অন্যান্য শহরে চলবে ওই ১৫ জোড়া ট্রেন। "ভারতীয় রেল ২০২০ সালের ১২ মে থেকে ফের যাত্রীবাহী ট্রেন (Trian Tickets) চালু করার পরিকল্পনা করছে ... এরপরে ধীরে ধীরে ভারতীয় রেলোর অন্যান্য রুটেও আরও বেশি করে বিশেষ ট্রেন পরিষেবা শুরু করা হবে", এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় রেল।
www.ndtv.com/bengali