Bengali | Edited by Biren Bhattacharya | Monday December 30, 2019
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শরদ পাওয়ারের এনসিপির অজিত পাওয়ার, একমাস আগে বিজেপিকে সমর্থন করে দেবেন্দ্র ফড়নবিশ মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। সোমবার উদ্ধব ঠাকরে মন্ত্রিসভায় এলেন তাঁর ছেলে আদিত্য ঠাকরে সহ ও অন্যান্য ৩৪ জন বিধায়ক। ৩৬ জন বিধায়কের মধ্যে কংগ্রেসের ১০ জনকে দফতর বন্টন করা হয়েছে। নভেম্বর হঠাৎই বিজেপির পক্ষ নিয়েছিলেন অজিত পাওয়ার, এবং দেবেন্দ্র ফড়নবিশ মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী হন তিনি, তাঁর সঙ্গেই সাতসকালেই শপথ নিয়েছিলেন অজিত পাওয়ার। তবে সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার কিছুক্ষণ আগেই পদত্যাগ করেন তিনি, ফলে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন চূর্ণ হয়।
www.ndtv.com/bengali