Bengali | Indo-Asian News Service | Friday July 20, 2018
আলোচনায় উঠে আসে ইরাকের প্রসঙ্গ। ক্যামেরান মনে করেন, ইরাক এমন একটি দেশ যেখানে জঙ্গি সংগঠন আইএসআইএসকে মদত করা হয়। ওই দেশের মাটিতে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে কিছু মানুষকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয়। কাউকে আবার দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় বিষ ছড়ানোর কাজ। তবে এর বাইরে এমন অনেক মানুষ আছে যারা শান্তি চায়। তাদের স্যামনে রেখেই সন্ত্রাসবাদ পরাজিত করা সম্ভব।
www.ndtv.com/bengali