Bengali | Edited by Indrani Halder | Thursday December 19, 2019
দেশের বিভিন্ন অংশে চলছে সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) প্রতিবাদে বিক্ষোভ, প্রতিবাদ আছড়ে পড়েছে রাজধানী দিল্লিতেও। তবে এই বিক্ষোভ-আন্দোলন ঘিরে যাতে কোনও গুজব বা উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে না পড়ে সেই জন্যে আগাম সতর্কতা স্বরূপ বন্ধ করে দেওয়া হয়েছে এয়ারটেলের (Airtel) পরিষেবা। এয়ারটেলের গ্রাহক সেবা বিভাগ নিশ্চিত করে জানিয়েছে যে, সরকারি নির্দেশ মেনেই দিল্লির (Delhi) "অনেক অংশে" ইন্টারনেট, ভয়েস এবং এসএমএস পরিষেবা স্থগিত করা হয়েছে। এর আগে হঠাৎ করে এয়ারটেল পরিষেবা ব্যাহত হওয়ায় একের পর এক অভিযোগ জমা হয় ওই মোবাইল সংস্থার গ্রাহক সেবা বিভাগে।
www.ndtv.com/bengali