Bengali | Written by Monideepa Banerjie, Edited by Indrani Halder | Wednesday February 19, 2020
২০১৭ সালে ছাত্র নির্বাচনকে উপলক্ষ্য করে রণক্ষেত্র হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপর থেকে ওই বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছিল নির্বাচন প্রক্রিয়া। সব বাধা পেরিয়ে শেষপর্যন্ত দীর্ঘ ৩ বছর পর বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন প্রক্রিয়া (Jadavpur University Election) সম্পন্ন হতে চলেছে। তবে এই প্রথমবার ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। বিজেপির আদর্শগত পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠনই হল অখিল ভারতীয় ছাত্র পরিষদ (ABVP)। এবিভিপি ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) ছাত্র সংগঠনের নির্বাচনে অংশ নেবে এসএফআই, সিপিআইয়ের এআইএসএ, তৃণমূল ছাত্র পরিষদ, ডিএসও এবং আরপিএফ।
www.ndtv.com/bengali