Bengali | Edited by Indrani Halder | Tuesday February 25, 2020
দিল্লিতে হিংসার ঘটনা ক্রমশই ব্যাপক আকার ধারণ করছে, মঙ্গলবার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়া, অগ্নিসংযোগ ভাঙচুরে ঘটনা ঘটে, এখনও পর্যন্ত এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জন আহত হয়েছেন। দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভজনপুরাপ রাস্তায় হাতে লাঠি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বহু মানুষকে, সোমবার চাঁদবাগ এবং কারোয়াল নগর এলাকাতেও একই ছবি দেখা গিয়েছে। এই দুটি জায়গায় সোমবার নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেনা নামানোর জল্পনা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, তাদের তরফে বলা হয়েছে, যথেষ্ঠ পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তি রক্ষার আবেদন জানিয়ে বলেছেন, গুজব ছড়ানো বন্ধ হওয়া প্রয়োজন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানের কয়েকঘন্টা আগেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজপথ।
www.ndtv.com/bengali