Bengali | Edited by Rajit Das | Monday August 12, 2019
সোমবার অপশোর সহযোগী জাহাজে (offshore support ship) আগুন লেগে বিপত্তি। প্রাণে বাঁচতে দুর্ঘটাগ্রস্থ জাহাজ থেকে জলে জাঁপ মারেন ক্রু মেম্বাররা (crew members)। ওই জাহাজে মোট ২৯ জন ছিলেন। তার মধ্যে ২৮ জনকে উদ্ধার করা গেলেও এক জন (crew members) নিখোঁজ। অন্ধ্রপ্রদেশ উপকূলের বিশাখাপত্তনমের কাছের ঘটনা। এদিন ভারতীয় উপকূল রক্ষিবাহিনীর (Coast Guard) তরফে এক বিবৃতিতে এখবর জানানো হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রথমে বিস্ফোরণে শব্দ শুনতে পান অপশোর সহযোগি জাহাজের ক্রু মেম্বররা (crew members)। তারপরই কালো ধোঁয়া বের হতে দেখা যায় জাহাজটি থেকে। আগুন দেখেই ক্রু মেম্বররা জলে ঝাঁপ মারেন। তবে কি থেকে এই আগুন লাগলো তা স্পষ্ট নয়।
www.ndtv.com/bengali