Bengali | Written by Indrani Halder | Monday February 24, 2020
পশ্চিমবঙ্গের (West Bengal) জলপাইগুড়ি জেলায় ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। বিজেপি সমর্থকদের অভিযোগ, তাঁদের ৭টি বাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থনে যান দমকলকর্মীরা, সেখানে গিয়ে আগুন নেভান তাঁরা। এই ঘটনা প্রসঙ্গে একজন উর্ধ্বতন পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার স্থানীয় এক তৃণমূল নেতার মরদেহ ময়নগুড়ি এলাকার (Jalpaiguri) হুসলুড়ডাঙ্গা গ্রামে পৌঁছনোর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। তাঁদের কর্মীকে খুন করেছে বিজেপি কর্মীরা, এমনটাই অভিযোগ করে রাজ্যের শাসক দল। এরপরেই আগুন ধরিয়ে দেওয়া হল এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে। গেরুয়া দলের (BJP) অভিযোগ, অন্য কেউ নয়, তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তৃণমূল কর্মীরাই। যদিও ঘাসফুলের (TMC) দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
www.ndtv.com/bengali