Bengali | Edited by Biren Bhattacharya | Monday December 16, 2019
জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভে সোমবার যোগ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা। নয়া নাগরিত্ব সংশোধন আইনের প্রতিবাদে জামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ার ঘটনায়, তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন দেশের বিভিন্ন্ শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা। দিল্লি ও আলিগড়ের পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। অশান্তিতে অন্তত ৫০জন পড়ুয়ারা আহত হয়েছেন এবং ১০০ জন জামিয়া পড়ুয়াকে আটক করা হয়, পরে রবিবার রাতে দিল্লি পুলিশের প্রধান কার্যালয়ে জমায়েত হওয়ার পর, তাঁদের ছেড়ে দেওয়া হয়। সোমবার সুপ্রিম কোর্ট জানায়, “অশান্তি” বন্ধ করতে হবে। মঙ্গলবার এই মামলা শুনবে শীর্ষ আদালত।
www.ndtv.com/bengali