Bengali | Edited by Biswadip Dey | Friday January 31, 2020
বৃহস্পতিবার দুপুরে একটি বন্দুক হাতে জামিয়া মিলিয়া ইসলামিয়ার দিকে এগিয়ে যায় ওই কিশোর। সেখানে তখন পুলিশের জমায়েত ছিল। সেদিকে পিছন করে সে এগিয়ে যায় সামনের দিকে। তার ছোঁড়া গুলিতে আহন হন পড়ুয়া শাদাব ফারুক। পুলিশ জানিয়েছে, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পড়ুয়াকে। তিনি এখন বিপন্মুক্ত।
www.ndtv.com/bengali