Bengali | Edited by Indrani Halder | Monday December 16, 2019
রবিবার জামিয়া বিশ্ববিদ্যালয় (Jamia Milia Islamia Delhi) উত্তপ্ত হয়ে ওঠে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায়, সেই সময় সেখানকার পড়ুয়াদের বিরুদ্ধে যেভাবে পুলিশি পদক্ষেপ করা হয় তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশে। পুলিশের কাণ্ডকারখানা ঘিরে বিদ্রূপাত্মক বেশ কিছু টুইট ঘোরাফেরা করতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তারই একটায় নাকি ভুল করে 'লাইক' করে ফেলেন অক্ষয় কুমার, পরবর্তীতে ব্যাখ্যা করে এ কথাই বলেন বলিউডের খিলাড়ি (Akshay Kumar)।
www.ndtv.com/bengali