Bengali | Edited by Indrani Halder | Monday October 14, 2019
দীর্ঘ ৭১ দিন বন্ধ থাকার পর আজ (সোমবার) থেকেই কাশ্মীর (Jammu and Kashmir)উপত্যকায় বিএসএনএলের পোস্টপেইড মোবাইল পরিষেবা চালু হল বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। তবে এখনই সেখানে চালু হচ্ছে না ইন্টারনেট পরিষেবা। কেন্দ্রীয় সরকার ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ ধারা (Article 370) বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সমাপ্ত করে এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার ঘোষণা করে বলে যে এই পদক্ষেপের ফলে রাজ্যের লোকেরা দেশের অন্যান্য অংশের মতো একই সাংবিধানিক সুবিধা পাবে এবং এখানকার উন্নয়ন নিশ্চিত করবে। যে কোনও প্রতিক্রিয়া রোধ করতেই কেন্দ্র সেখানে ব্যাপক নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করে।
www.ndtv.com/bengali