Bengali | Edited by Indrani Halder | Saturday April 4, 2020
জম্মু ও কাশ্মীরের চাকরিতে সংরক্ষণ (J&K Job Rules) সংক্রান্ত তুমুল বিতর্কের পর শেষপর্যন্ত পিছু হঠতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। শুধু বিরোধীরাই নয়, ওই কেন্দ্রশাসিত অঞ্চলের চাকরির সংরক্ষণ নিয়ম নিয়ে সেখানকার (Jammu And Kashmir) সমস্ত রাজনৈতিক দলগুলির পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাদেরও সমালোচনার মুখোমুখি হয় সরকার। এরপরেই সংরক্ষণজনিত নিয়মে নয়া সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়। মাত্র দু'দিন আগে ঘোষিত নিয়ম বদলে নয়া নিয়মে বলা হয় যে এখন থেকে সমস্ত চাকরিই শুধু এখানকার স্থানীয় বাসিন্দারা যাঁরা অন্তত ১৫ বছর এই অঞ্চলে বসবাস করছেন (Jammu and Kashmir Domicile Law) তাঁদের জন্যেই সংরক্ষিত থাকবে।
www.ndtv.com/bengali