Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday January 8, 2020
কেন্দ্রের আমন্ত্রণে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বিদেশিদের যে প্রতিনিধি দল যাচ্ছে, সেখানে থাকছে না ইউরোপিয়ন ইউনিয়নের কোনও দেশ( European Union), তবে সেই প্রতিনিধি দলে থাকছেন মার্কিন রাষ্ট্রদূত (US envoy) সহ মোট ১৭ জন প্রতিনিধি। ইউরোপের কূটনৈতিক সূত্র NDTV কে জানিয়েছে, যে, জম্মু ও কাশ্মীরে কোনও “গাইডেড সফর” চান না তিনি, নিজের ইচ্ছেমতো লোকজনদের সঙ্গে কথা বলতে চান রাষ্ট্রদূত।
www.ndtv.com/bengali