Bengali | Edited by Indrani Halder | Thursday October 31, 2019
সন্ত্রাসের নিন্দা অবশ্যই করুন কিন্তু দয়া করে এটা নিয়ে রাজনীতি করবেন না. রাজ্যের রাজনৈতির দলগুলির উদ্দেশে এমন বার্তাই দিতে শোনা গেল রাজ্যপাল জগদীপ ধনকরকে। রাজ্যপালের (Jagdeep Dhankhar) কাছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সন্ত্রাসহানায় রাজ্যের ৫ শ্রমিকের মৃত্যুর প্রসঙ্গে জানতে চাওয়া হলে ওই বার্তা দেন তিনি। রাজ্যপাল বলেন যে "যে কোনও জায়গায়, স্থানীয় বা অন্য কোথাও" হিংসার ঘটনা অবশ্যই নিন্দনীয়। "স্থানীয় বা অন্য কোথাও হওয়া যে কোনও হিংসার ঘটনার নিন্দা করা উচিত। আমরা যদি সর্দার প্যাটেলের মন্ত্রে বিশ্বাস করি তবে আমাদের কখনোই হিংসার ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়", বলেন ধনকর। "এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, আমার হৃদয়ও এই ঘটনায় রক্তাক্ত হয়েছে", বলেন রাজ্যপাল।
www.ndtv.com/bengali