Bengali | Press Trust of India | Wednesday June 12, 2019
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে পশ্চিমবঙ্গ “মিনি পাকিস্তানে”(mini Pakistan) পরিণত হয়েছে, যেখান থেকে “রোহিঙ্গারা” বিহারিদের তাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করল বিহারে এনডিএ-সরকারের মূল দল জেডিইউ (JDU)। চার রাজ্যের বিধানসভা নির্বাচনে একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে নীতিশ কুমারের(Nitish Kumar) দল জেডিইউ (JDU), সেই কারণে বিহারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রশংসাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারমধ্যেই এই মন্তব্য করলেন জেডিইউ নেতা। একটি টেলিভিশন চ্যানেলে জেডিইউ-এর (JDU) মুখপাত্র অজয় অলোক বলেন, “পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তা গভীর চিন্তার বিষয়। এটা আমি দীর্ঘসময় ধরে দেখছি। আমি বুঝতে পারছিনা, তিনি কেন আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিলেন এবং প্রশংসা করলেন”। তাঁর কথায়, “হয়তো জেডিইউ এনডিএ-র সঙ্গে নয়, চার রাজ্যে একা লড়ছে বলে তিনি খুশি”।
www.ndtv.com/bengali