Bengali | NDTV | Tuesday May 28, 2019
ন দু’য়েক আগে জেট এয়ারওয়েজের (Jet Airways) সভাপতি নরেশ গয়াল ও তাঁর স্ত্রী অনিতা গয়ালকে নাটকীয় ভাবে দেশের বাইরে যাওয়া থেকে আটকানো হয় বিমান থামিয়ে। NDTV জানতে পেরেছে দু’টি পৃথক তদন্ত শুরু হয়েছে সঙ্কটাপন্ন এয়ারলাইনের প্রাক্তন অগ্রণীদের নিয়ে— এই দম্পতি তাঁদের অন্যতম। কোনও রকম আর্থিক বেনিয়ম সংস্থা বন্ধ হওয়ার বছর কয়েকের মধ্যে হয়েছে কি না সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। কর্পোরেট বিনিয়োগ মন্ত্রকের অধীনস্থ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন (SFIO) ও অর্থ মন্ত্রকের অধীনস্থ ইনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED) এই নিয়ে তদন্ত শুরু করেছে। এসএইআইও খতিয়ে দেখছে জেট এয়ারওয়েজের প্রাক্তন অগ্রণীরা কেউ তহবিল পাচারের সঙ্গে যুক্ত কিনা। এদিকে সূত্র অনুসারে জানা যাচ্ছে, ইডি প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে আবু ধাবির এতিহাদ এয়ারওয়েজ ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে জেট প্রিভিলেজ প্রাইভেট লিমিটেডের ৫০.১ শতাংশ স্টেক ক্রয় করতে— এই অভিযোগের উপরে। প্রসঙ্গত, ২০১২ সালে স্থাপিত এই সংস্থা জেট এয়ারওয়েজের এক সম্পূরক সংস্থা। সূত্র অনুসারে, দু’টি ক্ষেত্রেই প্রাথমিক ভাবে নরেশ গয়ালের ভূমিকা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
www.ndtv.com/bengali