Bengali | NDTV | Thursday April 18, 2019
ভারতের অন্যতম গুরুত্বপূ্র্ণ বিমানসংস্থা জেট এয়ারওয়েজ(Jet airways) বুধবার জানিয়ে দিল, তারা আর বিমান চালাতে পারছে না। এই মুহূর্তে জেট এয়ারওয়েজের বাজারে দেনার পরিমাণ ৮ হাজার কোটি টাকার বেশি। গত কয়েকমাস ধরেই জেটের ভাগ্যাকাশে একের পর এক দুর্যোগের ঘনঘটা চলছিল। শেষমেশ মুম্বাই-অমৃতসর বিমান দিয়ে ২৫ বছরের যাত্রা বন্ধ করতে বাধ্য হল নরেশ গোয়েলের বিমানসংস্থা
www.ndtv.com/bengali