Bengali | Agencies | Sunday July 29, 2018
এরই মধ্যে প্রকাশ্যে আসে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট। তদন্তকারীরা জানতে পারেন বাবা মঙ্গল এই তিন শিশুকে ওষুধ খাইয়েছিলেন। আর সেটাই মৃত্যুর কারণ। পুলিশ একপ্রকার নিশ্চিত যে ওই ওষুধ খাওয়ার ফলে শিশুদের পেটে গোলমাল হতে শুরু করে। আর তাতেই তারা প্রাণ হারায় । তবে মৃত্যুর কারণ আরও গভীরে জানতে ভিসেরা পরীক্ষা করা হবে তিনটি দেহের।
www.ndtv.com/bengali