Bengali | Edited by Indrani Halder | Monday November 18, 2019
সম্প্রতি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উপচে পড়েছে ছাত্ররোষ। আচমকাই বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি ৩০০ গুণ বাড়িয়ে দেওয়ায় ক্ষোভে (JNU Protest) ফেটে পড়েন সেখানকার পড়ুয়ারা। আন্দোলন-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। চাপের মুখে পড়ে শেষপর্যন্ত বেশ কিছুটা হস্টেল ফি (JNU Hostel Fee Hike) কমানোর ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তা মানতে নারাজ ছাত্র-ছাত্রীরা। তাঁদের দাবি, পুরনো হস্টেল ফি-ই বজায় রাখতে হবে জেএনইউ কর্তৃপক্ষকে। আর সেই দাবি নিয়েই সোমবার সংসদের (JNU students parliament march) উদ্দেশে মিছিল করে এগোতে থাকেন পড়ুুয়ারা। কিন্তু তাঁদের মাঝপথেই থামিয়ে দেয় পুলিশ।
www.ndtv.com/bengali