Bengali | Edited by Indrani Halder | Saturday June 6, 2020
করোনা ভাইরাসকে রুখতে দেশে যে লকডাউন (Lockdown) জারি করা হয়েছে তার জেরে দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছেন। যাঁরা একসময় বেশ ভালো অঙ্কের বেতনের বিনিময়ে চাকরি করতেন, বর্তমান পরিস্থিতিতে আজ তাঁরাও কর্মহীন (Jobless)। ফলে বেঁচে থাকার লড়াইয়ে, পেট চালানোর তাগিদে দেশের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে, উপার্জনের জন্যে যেকোনও ধরণের কাজ করতেও দ্বিধা করছে না যুব সম্প্রদায়। এই যেমন, উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে থাকেন রোশন কুমার। স্নাতকোত্তর ডিগ্রিধারী ওই যুবক এখন কাজ হারিয়ে মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি বা মনরেগা প্রকল্পের (MGNREGA) আওতায় কাজ খুঁজছেন।
www.ndtv.com/bengali