Bengali | Edited by Anuj Pant | Monday June 24, 2019
সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন ভারতের বিদেশমন্ত্রী (Foreign Minister) তথা, প্রাক্তন বিদেশসচিব এস জয়শঙ্কর(S Jaishankar )। এদিন সংসদ ভবনে দলের সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। ১৯৭৭ ব্যাচের আইএফএস অফিসার এস জয়শঙ্কর। দেশের বিদেশ সচিব হিসেবে কাজ করেছেন তিনি। লোকসভা নির্বাচনের পর, নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় চমক হিসাবে তিনি থাকবেন বলে শোনা যাচ্ছিল। গুজরাটের রাজ্যসভা থেকে ডঃ জয়শঙ্করকে(S Jaishankar ) প্রার্থী করা হতে পারে। নিয়ম অনুযায়ী, শপথগ্রহণের ৬ মাসের মধ্যে তাঁকে সংসদের সদস্য হতে হবে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এস জয়শঙ্কর এবং বিদেশ নীতির ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর “ক্রাইসিস ম্যানেজার” বলে পরিচিত। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর, ২০১৫-এ বিদেশ সচিব হন তিনি, ২০১৮ পর্যন্ত এই পদে ছিলেন এস জয়শঙ্কর।
www.ndtv.com/bengali