Bengali | Sumana Chakraborty | Saturday August 17, 2019
বহুদিন ধরেই পরিবেশ বিশেষজ্ঞরা জানাচ্ছেন পৃথিবীতে জলের পরিমাণ দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে, ফলস্বরূপ ডুবে যেতে পারে বহু দেশ, এলাকা, স্থান। এখন পরিবেশ বিশেষজ্ঞরা জাকার্তা (Jakarta) নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন।তাদের মতে জল বৃদ্ধির এই গতি অব্যাহত থাকলে ২০৫০ সাল পর্যন্ত ডুবে যেতে পারে জাকার্তার (Jakarta) এক তৃতীয়াংশ, সেখানে প্রায় ১০ মিলিয়ন লোকের বাস।এর পিছনে যে কারণ গুলি দর্শানো হয়েছে, সেগুলি হল, সেখানে দ্রুততার সাথে আবহাওয়ার পরিবর্তন ঘটছে, সমুদ্রের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং ভূগর্ভস্থ জলাধার অনিয়ন্ত্রিত ভাবে শোষিত হচ্ছে।
www.ndtv.com/bengali