Bengali | Biswadip Dey | Monday September 2, 2019
গত কয়েক বছর আগে অবসর নেওয়ার পর অসমের (Assam) চা বাগানের (Tea Estate) রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। শেষ পর্যন্ত ৭৩ বছরের চিকিৎসক দেবেন দত্তকে প্রাণ দিতে হল রোগীমৃত্যুর পর উত্তেজিত ও ক্ষুব্ধ জনতার হাতে (Lynched)। মর্মান্তিক এই ঘটনা শনিবারের। এস্টেট হাসপাতালে এক চা বাগানের এক কর্মীর মৃত্যু হয়। এরপরই ওই ব্যক্তির সহকর্মীরা একজোট হয়ে আক্রমণ চালায় হাসপাতালে। তখনই তাদের হাতে প্রহৃত হন দেবেনবাবু। পরে পুলিশ তাঁকে উদ্ধার করলেও জখম দেবেনবাবুকে বাঁচানো যায়নি।
www.ndtv.com/bengali