Bengali | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Friday April 26, 2019
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে যে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন কর্মী, সেই মামলায় যে তিন বিচারপতির প্যানেল তৈরি করা হয়েছিল, সেখানে বিচারপতি এন ভি রামান্নার নথিভুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিলেন অভিযোগকারিণী। তারপরই বিচারপতি এন ভি রামান্নাকে সরিয়ে দেওয়া হয় বিচারপতিদের ওই প্যানেলটি থেকে। তাঁর জায়গায় এলেন বিচারপতি ইন্দু মালহোত্রা (Indu Malhotra)। বিচারপতি আর ভানুমতীর পর সুপ্রিম কোর্টের দ্বিতীয় মহিলা বিচারপতি তিনি। গত বছর এপ্রিলেই দায়িত্বগ্রহণ করেন ইন্দু মালহোত্রা(Indu Malhotra)। দেশজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে যৌন হেনস্তা নিয়ে যে সংস্থা কাজ করার ক্ষেত্রে এই দেশে পথিকৃৎ, সেই বিশাখা কমিটির সদস্য ছিলেন তিনি।
www.ndtv.com/bengali