Bengali | Press Trust of India | Friday July 19, 2019
ফের একবার বিক্ষোভ আন্দোলনে সরগরম হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্ত্বর। ইউজিসির বেতন কাঠামোয় সংশোধন হলেও তা এখনও প্রয়োগ করা হয়নি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে। এই অভিযোগেই দুই শতাধিক শিক্ষক মিছিল করে বিক্ষোভ দেখালেন বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন “জুটা”-র তরফ থেকে ওই বিক্ষোভ দেখানো হয়। জুটার পাশাপাশি, অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচারস অ্যাসোসিয়েশন বা “আবুটা-জেইউ” এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচারস অ্যাসোসিয়েশন বা “ডব্লুবিকুটা”-র সদস্যরাও এই আন্দোলনে যোগ দেন।
www.ndtv.com/bengali