Bengali | Press Trust of India | Thursday June 13, 2019
বৃহস্পতিবার রাজভবনে রাজ্যর চার প্রধান দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৈঠকর পর, রাজ্য বিজেপির (BJP) সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, কয়েকটি প্রস্তাব দিয়েছে রাজ্যপাল, তবে তৃণমূলের (TMC) তরফে বৈঠকে উপস্থিতি থাকা পার্থ চট্টোপাধ্যায় জানান, দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি। এর আগে, আইনশৃ্ঙ্খলা নিয়ে রাজ্যপালের ডাকা সর্বদল বৈঠকের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি বৈঠকে যোগদান করতে অস্বীকার করেন। তাঁর অভিযোগ, বিজেপির ইঙ্গিতেই এই বৈঠক ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) বলেন, “চা পানের জন্য বা শান্তি বৈঠকের জন্য রাজ্যপাল কাউকে ডাকতেই পারেন”।তাঁর কথায়, “সেই কারণে, আমি সেখানে দলের কোনও প্রতিনিধি পাঠাব। তিনিই সেখানে যাবেন, এক কাপ চা খেয়ে চলে আসবেন”।
www.ndtv.com/bengali