Bengali | Reported by Renaissance Chakraborty, Written by Renaissance Chakraborty | Friday October 25, 2019
কাল বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা(Kolkata Weather Update ) তথ্য রাজ্যে। সন্ধ্যে থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে।টানা বৃষ্টি চলছে গোটা রাজ্যে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত আর তাই রাজ্যে এই টানা বর্ষণ, জানাল আবহাওয়া দফতর। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে টানা চলছে।আজ সারাদিন বৃষ্টির চলবে। কালও বৃষ্টি চলবে, নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরের ওপর, তার ফলেই আকাশ মেঘাচ্ছন্ন এবং কলকাতা সহ গোটা রাজ্যে অঝোর বৃষ্টি। বেশ কিছু জেলার ভারী বৃষ্টিও হচ্ছে।আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬.৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩৬.৮ মিলিমিটার।গত সপ্তাহেও ভিজেছিল কলকাতা(Kolkata Weather Update ) , বৃষ্টি হয়েছিল । কোথাও ছিটেফোঁটা কোথাও আবার সামান্য একটু বেশি। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে গতকাল সন্ধ্যা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা চলবে আগামীকাল বিকেল পর্যন্ত,তারপর আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ার সম্ভাবনা। আর কালীপুজোর দিন আরও একটু উন্নতি হওয়ার সম্ভাবনা আবহাওয়ার। মেঘ কেটে গিয়ে অবস্থার উন্নতি হবে,জানাচ্ছে হাওয়া অফিস। যদিও আজ শুধু কলকাতা না গোটা রাজ্য জুড়ে বৃষ্টি চলবে।
www.ndtv.com/bengali