Bengali | Edited by Joydeep Sen | Tuesday February 25, 2020
একাধিকবার এই বলিউড প্রতিযোগী অভিযোগ করে এসেছেন, বিগ বসে কে বিজয়ী হবে, তা আগে থেকে নিশ্চিত থাকে।এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনেও সরব হয়েছেন ওই বলিউড অভিনেতা। যদিও সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন বিগ বসের অন্য প্রতিযোগীরা। কিন্তু তাতেও রণে ভঙ্গ দেয়নি ওই অভিনেতা।
www.ndtv.com/bengali