Bengali | Edited by Indrani Halder | Friday December 6, 2019
তেলেঙ্গানা ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারের ঘটনায় দেশ যখন তোলপাড় হচ্ছে তখনই এ রাজ্যের (West Bengal) মানুষের হয়তো মনে পড়ে যাচ্ছে কামদুনি গণধর্ষণ ও হত্যার (Kamduni Gang Rape) ঘটনা। যা ঘটনার এতো বছর পরেও আদালতে বিচারাধীন, তাই এখনও দিব্যি বেঁচে বর্তে আছে অভিযুক্তরা। পশ্চিমবঙ্গের কামদুনিতে (Kamduni) এক কলেজছাত্রীকে গণধর্ষণ ও হত্যার দায়ে নিম্ন আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ৩ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় । কিন্তু নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তদের পরিবার। তারপর সেই ২০১৬ সাল থেকে কলকাতা হাইকোর্টে এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে এই মামলা।
www.ndtv.com/bengali