Bengali | Edited by Indrani Halder | Friday November 29, 2019
ফের এক গণধর্ষণের সাক্ষী থাকলো গোটা দেশ, এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের রাঁচি (Ranchi)। জানা গেছে, সেখানকার বছর পঁচিশের এক আইনের ছাত্রীকে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতি মিলে জোর করে তুলে নিয়ে যায় এবং তারপর সকলে মিলে তাঁকে (Student's Gangraped in Ranchi) ধর্ষণ করেছে বলে থানায় অভিযোগ জানান ওই ছাত্রী (Law Student)। শুক্রবার পুলিশ জানিয়েছে, ওই গণধর্ষণের তদন্তে নেমে ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে তাঁরা।
www.ndtv.com/bengali